• প্রথম পাতা
  • চাকরির খবর
  • সরকারি চাকরি
  • Job Career
শনিবার, জানুয়ারি ২৮, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ
Cakrir Khobor-চাকরির খবর
No Result
View All Result
  • প্রথম পাতা
  • চাকরির খবর
  • সরকারি চাকরি
  • Job Career
  • প্রথম পাতা
  • চাকরির খবর
  • সরকারি চাকরি
  • Job Career
No Result
View All Result
cakrir-khobor.com
No Result
View All Result
ADVERTISEMENT
Home BD Govt Jobs

সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

cakrir-khobor.com by cakrir-khobor.com
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২, ২০২১ ৯:০৪ পূর্বাহ্ণ
in BD Govt Jobs, চাকরির খবর, সরকারি চাকরি
Reading Time: 4 mins read
A A
0
সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, সেতু বিভাগ চাকরির খবর ২০২১, সেতু বিভাগ জব সার্কুলার 2021,
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

 পদের নাম: কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ০৫ (পাঁচ)টি 
  • বসয়সীমা: অনূর্ধ্ব-৩০
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতিমিনিটে ইংরেজী ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। 
  • বেতনস্কেল: টাকা ১১,০০০-২৬৫৯০ (গ্রেড-১৩)

পদের নাম: ক্যাশ সরকার

READ ALSO

ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-www.lrb.gov.bd job

৮৪০ পদে সাধারণ আনসার নিয়োগ ২০২২

  • পদসংখ্যা: ০১ (এক)টি 
  • বয়সসীমা: অনূর্ধ্ব-৩০ 
  • বেতনস্কেল: টাকা ৮৮০০ – ২১৩১০ (গ্রেড-১৮)
  • শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা: কোন অনুমােদিত শিক্ষা বাের্ড হইতে কমপক্ষে ২য় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস,এস,সি,) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 
  • পদের নাম: অফিস সহায়ক
  • পদসংখ্যা: ২(দুই)টি 
  • বসয়সীমা; অনুর্ধ্ব-৩০ 
  • শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস,এস,সি,) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 
  • বেতনস্কেল: টাকা ৮২৫০ – ২০০১০ (গ্রেড-২০)

আবেদন প্রক্রিয়া: সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । সেতু বিভাগ চাকরির খবর ২০২১ । সেতু বিভাগ জব সার্কুলার 2021

আবেদনকারী সেতু বিভাগের ওয়েবসাইট www.bridgesdivision.gov.bd  তে প্রবেশ করে e-Recruitment menu অথবা https://eservice.bba.gov.bd/recruitment/ এর মাধ্যমে আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা:  

আবেদন শুরু: ২৫/০১/২০২১ তারিখ সকাল ১০.০০ টা থেকে শুরু হয়ে;

আবেদন শেষ: ১৪/০২/২০২১ তারিখ বিকাল ৫.০০টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরো বিস্তারিত নিম্নে তুলে ধরা হলো:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

সেতু বিভাগ

প্রশাসন অধিশাখা সেতু ভবন, বনানী, ঢাকা-১২১২ 

www.bridgesdivision.gov.bd

স্মারক নং-৫০.০০.০০০০.২০১.১১.১০৭.১৯-৩৭, তারিখ: ২১ ফেব্রুয়ারি ২০২১ 

নিয়ােগ বিজ্ঞপ্তি 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের রাজস্বভুক্ত পদে নিম্নবর্ণিত শর্তে জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী জনবল নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে: 

ক্রমিক নংপদের নাম ও বেতনস্কেল (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)  পদসংখ্যা  বয়সসীমাশিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা
০১কম্পিউটার অপারেটর  বেতনস্কেল: টাকা ১১,০০০-২৬৫৯০ (গ্রেড-১৩)  ০৫ (পাঁচ)টি   অনূর্ধ্ব-৩০  (ক) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতিমিনিটে ইংরেজী ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। 
০২ক্যাশ সরকার বেতনস্কেল: টাকা ৮৮০০ – ২১৩১০ (গ্রেড-১৮)    ০১ (এক)টি   অনূর্ধ্ব-৩০   কোন অনুমােদিত শিক্ষা বাের্ড হইতে কমপক্ষে ২য় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস,এস,সি,) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।   
০৩অফিস সহায়ক বেতনস্কেল: টাকা ৮২৫০ – ২০০১০ (গ্রেড-২০)  ০২ (দুই)টি   অনুর্ধ্ব-৩০   মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস,এস,সি,) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।   

আবেদনের শর্ত ও নিয়মাবলী: সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । সেতু বিভাগ চাকরির খবর ২০২১ । সেতু বিভাগ জব সার্কুলার 2021

 ০১. ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনাে প্রকার এফিডেভিট গ্রহণযােগ্য হবে না; 

সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে; 

 নিয়ােগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে; 

০৪. ২ ও ৩ নং ক্রমিকের বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ১ নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং ব্যবহারিক উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেওয়া হবে; 

০৫. আবেদনকারী সেতু বিভাগের ওয়েবসাইট www.bridgesdivision.gov.bd তে প্রবেশ করে e-Recruitment menu অথবা https://eservice.bba.gov.bd/recruitment/ এর মাধ্যমে ২৫/০১/২০২১ তারিখ সকাল ১০.০০ টা থেকে শুরু হয়ে ১৪/০২/২০২১ তারিখ বিকাল ৫.০০টা পর্যন্ত আবেদন করতে পারবেন;

০৬. আবেদনপত্রে প্রার্থীকে তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলােড করতে হবে। ছবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৫০ kb-এর মধ্যে হতে হবে; 

০৭. নির্ভুলভাবে আবেদনপত্র Submit করার পর প্রার্থী ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Auto Generated Registration Card পাবেন। সফলভাবে আবেদন

করার পর আবেদনকারীর মােবাইলে এসএমএস ও ইমেইলে (যদি দেয়া হয়ে থাকে) একটি User ID ও Password প্রেরণ করা হবে। উক্ত রেজিস্ট্রেশন কার্ডে ফি পরিশােধের নির্দেশনা দেয়া থাকবে। রেজিস্ট্রেশন কার্ডটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে; 

ADVERTISEMENT

০৮. প্রার্থীকে সফলভাবে আবেদনপত্র Submit করার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে বিকাশের (bKash) মাধ্যমে পরীক্ষার ফি বাবদ (অফেরতযােগ্য) ক্রমিক ১ বর্ণিত পদের জন্য ১০০.০০ টাকা এবং অনলাইন ফি বাবদ ১০.০০ টাকাসহ সর্বমােট ১১০.০০ (একশত দশ) টাকা এবং ক্রমিক ২ ও ৩ পদের জন্য ৫০ টাকা এবং অনলাইন ফি বাবদ ১০ টাকা সর্বমােট ৬০ (ষাট টাকা) পরিশােধ করতে হবে। আবেদন করার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে ফি পরিশােধে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে; 

০৯. User ID ও Password দিয়ে প্রার্থী নিজস্ব তথ্য উক্ত ওয়েবসাইট লিঙ্ক হতে পুনরুদ্ধার করতে পারবেন; 

১০. বিকাশের মাধ্যমে টাকা জমাদানের প্রক্রিয়া:  সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । সেতু বিভাগ চাকরির খবর ২০২১ । সেতু বিভাগ জব সার্কুলার 2021

১ম ধাপ: আবেদনের ওয়েবসাইটের e-Recruitment menu-এর ক্লিক করে লগইন অপশন Applicant Login’ অথবা https://eservice.bba.gov.bd/recruitment/index.php/userpanel/login বাটনে ক্লিক করুন; 

২য় ধাপ: User ID ও Password প্রদান করে Applicant Dashboard-এ প্রবেশ করুন; 

৩য় ধাপ: Payment Information/Download Admit Card” মেনুতে ক্লিক করুন; 

৪র্থ ধাপ: Pay with bKash’ লিংক-এ ক্লিক করার পর একটি পপআপ উইন্ডাে আসবে। পপআপ উইন্ডাে এর ‘Your bKash Account number টেক্সটবক্সে যে বিকাশ এ্যাকাউন্ট থেকে ফি পরিশােধ করা হবে সেটি প্রদান করুন; 

৫ম ধাপ: বিকাশ এ্যাকাউন্ট প্রদান করার পর ‘CONFIRM’ বাটনে এ ক্লিক করুন; 

৬ষ্ঠ ধাপ: বিকাশ থেকে একটি গােপন ‘Verification Code’ প্রদানকৃত বিকাশ এ্যাকাউন্টের নম্বরে এসএমএস প্রেরণ করা হবে। Verification Code’টি প্রদান করে CONFIRM’ বাটনে এ ক্লিক করুন: 

৭ম ধাপ: বিকাশ এ্যাকাউন্টের PIN নম্বরটি প্রদান করে ‘CONFIRM’ এ বাটনে ক্লিক করুন; 

৮ম ধাপ: সফলভাবে ফি পরিশােধ হয়ে গেলে ‘Transaction Successful Your Payment has been successfully completed. মেসেজ দেখাবে এবং আবেদনকারী প্রবেশপত্র ডাউনলােড ও প্রিন্ট করে সংরক্ষণ করবেন; সেতু বিভাগের Website এবং প্রার্থীর মােবাইল (Mobile) ফোনে SMS এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে) পরীক্ষার তারিখ, স্থান ও সময় জানিয়ে দেয়া হবে; প্রার্থীর যােগ্যতা যাচাই: ক, প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনাে তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সনদসমূহের ফটোকপি জমা দিতে হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনাে প্রার্থীর আবেদন বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে; খ. জেলার স্থায়ী বাসিন্দা বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের সনদ হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপােরেশন প্রদত্ত সনদ দাখিল করতে হবে।

সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । সেতু বিভাগ চাকরির খবর ২০২১ । সেতু বিভাগ জব সার্কুলার 2021

গ. যদি কোনাে প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনাে ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনাে ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্বলনজনিত অভিযােগে দণ্ডিত হন কিংবা কোনাে সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরূপ বরখাস্তের পর দুই বছর অতিক্রান্ত না হয়ে থাকে, তবে তিনি আবেদন করার জন্য যােগ্য বিবেচিত হবেন না; 

১৩. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না; 

১৪. কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করে; 

১৫. নিয়ােগ পরীক্ষা ও নিবন্ধন সংক্রান্ত যে কোনাে বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে; এবং 

১৬. বিজ্ঞপ্তিটি সেতু বিভাগের www.bridgesdivision.gov.bd -এ পাওয়া যাবে। এই নিয়ােগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনাে সংশােধন, সংযােজন (যদি থাকে) সেতু বিভাগ এর নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন: সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । সেতু বিভাগ চাকরির খবর ২০২১ । সেতু বিভাগ জব সার্কুলার 2021
সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, সেতু বিভাগ চাকরির খবর ২০২১, সেতু বিভাগ জব সার্কুলার 2021,
সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, সেতু বিভাগ চাকরির খবর ২০২১, সেতু বিভাগ জব সার্কুলার 2021,

চাকরির সব খবর সবার আগে জানতে আমাদের চাকরির-খবর.কম ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইটে প্রকাশিত চাকরির খবরগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চাকরির-খবর.কম ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করতে টপবারে  প্রদর্শিত লেখা আপনি কি আমাদের আপডেটকৃত তথ্যগুলো পেতে চান? হ্যাঁ (allow) এ ক্লিক করবেন তাহলেই  আপনি আমাদের সকল আপডেট পোস্ট স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন পৌঁছে যাবে।

চাকরির-খবর.কম চাকরি প্রার্থীদের জন্য একটি নতুন ওয়েব পোর্টাল। আমাদের লক্ষ্য বেকার লোকদের সঠিক কাজ খুঁজে পেতে সহায়তা করা। আপনি সরকারি চাকরি, চাকরির বিজ্ঞপ্তি, সরকারী চাকরি বিডি, সপ্তাহিক চাকরির খবর, সকল সরকারি চাকরি, চাকরির বিজ্ঞপ্তি বিডি, নতুন চাকরীর বিজ্ঞপ্তি, বিডি চাকরি বিজ্ঞপ্তি, বিডি সরকারী চাকরী, চাকরির পাত্রিকা, সরকারী চাকরীর বিজ্ঞপ্তি, আজকের চাকরির খবর, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, সংস্থার চাকরি, এনজিও চাকরি, বেসরকারি চাকরি ব্যাংক জবস আন্তর্জাতিক চাকরির সংবাদপত্রের চাকরি, ফ্রিল্যান্সিং জবস, আমাদের ওয়েবসাইটে গ্লোবাল জবস। আমরা  সকল আকর্ষণীয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সরবরাহ করেছি। আপনি যদি নতুন চাকরি সন্ধান করতে চান তবে আমাদের ওয়েবসাইটটি দেখুন। আমরা আমাদের ওয়েবসাইটকে নিয়মিত আপডেট করেছি। আমাদের ওয়েবসাইটের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে এবং আমাদের ক্রিয়াকলাপ সম্পর্কে আপনার কোনও দাবি থাকলে দয়া করে কমেন্ট বক্সে লিখে জমা দিন।

cakrir-khobor.com

cakrir-khobor.com

Related Posts

চাকরির খবর

ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-www.lrb.gov.bd job

জুন ২১, ২০২২
চাকরির খবর

৮৪০ পদে সাধারণ আনসার নিয়োগ ২০২২

জুন ১৭, ২০২২
BD Govt Jobs

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022 (পদ-৪৪৯)

মে ২১, ২০২২
সরকারি চাকরি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ

এপ্রিল ১৬, ২০২২
সরকারি চাকরি

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি-MOWCA Job Circular 2022

এপ্রিল ১১, ২০২২
চাকরির খবর

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

মার্চ ২৫, ২০২২

POPULAR NEWS

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022

মার্চ ২৪, ২০২২

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

মার্চ ২২, ২০২২

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় ৫৭৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ

জানুয়ারি ১০, ২০২২

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ৭১৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ

জানুয়ারি ২৭, ২০২২

সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

মার্চ ২৪, ২০২২

EDITOR'S PICK

বাংলাদেশ রেলওয়ের গার্ড গ্রেড-২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

মার্চ ৭, ২০২২

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ

এপ্রিল ১৬, ২০২২
সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় নিয়োগ ‍বিজ্ঞপ্তি ২০২১: সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় চাকরির খবর ২০২১, সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় জব সার্কুলার 2021

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় নিয়োগ ‍বিজ্ঞপ্তি ২০২১

ফেব্রুয়ারি ১১, ২০২১

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ (পয়েন্টসম্যান পদে ৭৬২জনকে)

ডিসেম্বর ১৮, ২০২১
cakrir khobor-চাকরির খবর, সাপ্তাহিক চাকরির খবর, chakrir, দৈনিক, সাপ্তাহিক চাকরির খবরে থাকছে, সরকারি, ব্যাংক ও বে-সরকারির পত্রিকার নিয়োগ সার্কুলার সহ নতুন সকল চাকরির সংবাদ cakrir-khobor.com এ পাবেন।

Follow us

Categories

  • BD Govt Jobs
  • Government Jobs circular
  • Job Career
  • Lifestyle
  • Uncategorized
  • চাকরির খবর
  • সরকারি চাকরি

Recent Posts

  • ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-www.lrb.gov.bd job
  • ৮৪০ পদে সাধারণ আনসার নিয়োগ ২০২২
  • গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022 (পদ-৪৪৯)
  • জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ
  • প্রথম পাতা
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • DMCA
  • Terms and Conditions
  • Privacy Policy

© 2022 cakrir-khobor.com

No Result
View All Result
  • প্রথম পাতা
  • চাকরির খবর
  • সরকারি চাকরি
  • Job Career

© 2022 cakrir-khobor.com