

বিমান বাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার
বিমান বাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার(Air Force of circular 2023): বাংলা বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নম্বর নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমী শেষ ছয় মাস প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবীতে কমিশন দেওয়া হবে। প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০,০০০,০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দেওয়া হবে।
বিমান বাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার
অনলাইনে আবেদনের সময়সীমা ১৫ই মার্চ ২০২৩ থেকে ২৫ এপ্রিল ২০২৩ শর্ত প্রযোজ্য আগ্রহী প্রার্থীগণ সরাসরি https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে এপ্লাই নাউ এ ক্লিক করার পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ ১০০০ টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। আবেদনকারীগণকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পরীক্ষার তারিখ সমূহের মধ্যে যেকোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে।
বিমান বাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেট এ থাকতে হবে। অথবা GCE ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে নূন্যতম লেটার গ্রেড বি এবং GCE এ লেভেল পরীক্ষায় পদার্থ গণিতের নূন্যতম লেটার গ্রেট বি থাকতে হবে।
বিমান বাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার
নাগরিকত্বঃ বাংলাদেশী
বয়সঃ ২০ থেকে ৩০ বছর (২৫ জুন ২০১৩ তারিখে) বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়
উচ্চতাঃ পুরুষ প্রার্থীঃ কমপক্ষে ৬৪ ইঞ্চি। মহিলাঃ প্রার্থী কমপক্ষে ৬২ ইঞ্চি।
ওজনঃ বয়সের উচ্চতা অনুযায়ী
বুকের মাপঃ পুরুষদের কমপক্ষে ৩২ ইঞ্চি মহিলা কমপক্ষে ২৮ ইঞ্চি
প্রসারণঃ ২ ইঞ্চি
চোখঃ৬/৬ অথবা বিধি অনুসারে

