প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় ড্রাইভার পদে চাকরির সুযোগ:শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে রাজস্ব খাতভুক্ত নিয়ােগযােগ্য অস্থায়ী শূন্য পদের বিপরীতে নিম্নোক্ত পদে সরাসরি জনবল নিয়ােগের লক্ষ্যে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে ( boiler.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদন আহবান করা যাচ্ছেঃ
- পদের নাম: ড্রাইভার(অস্থায়ী)
- পদের সংখ্যা:০২ টি
- বেতন স্কেল (জাবে.স্কেল, ২০১৫ অনুযায়ী):(৯,৩০০/- ২২,৪৯০/-) গ্রেড-১৬
- শিক্ষাগত যােগ্যতা: অষ্টম/জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ।
আবেদনের নিয়ম:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি boiler.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ: i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০১/১২/২০২১ খ্রিঃ, সকাল ১০:০০ টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২০/১২/২০২১ খ্রিঃ, বিকাল ০৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

চাকরির সব খবর সবার আগে জানতে আমাদের চাকরির-খবর.কম ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইটে প্রকাশিত চাকরির খবরগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চাকরির-খবর.কম ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করতে টপবারে প্রদর্শিত লেখা আপনি কি আমাদের আপডেটকৃত তথ্যগুলো পেতে চান? হ্যাঁ (allow) এ ক্লিক করবেন তাহলেই আপনার কাছে আমাদের সকল আপডেট পোস্ট স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন পৌঁছে যাবে।