টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১:
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১:ডাক ও টেলিযোগাযোগ বিভাগ-এর আওতাধীন টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) এর শূন্য পদে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে http://tss.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম : কোম্পানি সচিব
পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর/এমবিএ।
পদের নাম : উপ মহাব্যবস্থাপক (কারিগরি)
পদ সংখ্যা : ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : তড়িৎ ও ইলেকট্রনিক্স, যান্ত্রিক বা কম্পিউটার সায়েন্স প্রকৌশল বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী।
পদের নাম : উপ মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব)
পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : (বাণিজ্য) স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী।
পদের নাম : প্রোগ্রামার
পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স প্রকৌশল বিষয়ে স্নাতক।
পদের নাম : সহকারী প্রোগ্রামার
পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স প্রকৌশল বিষয়ে স্নাতক।
পদের নাম : সহকারী ব্যবস্থাপক (কারিগরি)
পদ সংখ্যা : ১১ টি।
শিক্ষাগত যোগ্যতা : তড়িৎ ও ইলেকট্রনিক্স, যান্ত্রিক বা কম্পিউটার সায়েন্স, ইসিই, ইটিই প্রকৌশল বিষয়ে স্নাতক।
পদের নাম : সহকারী ব্যবস্থাপক (সাধারণ)
পদ সংখ্যা : ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক অথবা এমবিএ।
পদের নাম : কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক (কারিগরি)
পদ সংখ্যা : ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
পদের নাম : কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক (সাধারণ)
পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক অথবা বিবিএ।
পদের নাম : কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক (হিসাব)
পদ সংখ্যা : ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক (বাণিজ্য) অথবা বিবিএ।
পদের নাম : কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক (অডিট)
পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক (বাণিজ্য) অথবা বিবিএ।
পদের নাম : কনিষ্ঠ হিসাবরক্ষক
পদ সংখ্যা : ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি (বাণিজ্য)।
পদের নাম : স্টোর কিপার
পদ সংখ্যা : ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি (বাণিজ্য)।
পদের নাম : কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি (বিজ্ঞান)।
পদের নাম : অফিস সহকারি
পদ সংখ্যা : ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি।
পদের নাম : বিক্রয় সহকারি
পদ সংখ্যা : ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি।
পদের নাম : টেকনিশিয়ান
পদ সংখ্যা : ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি (বিজ্ঞান)।
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
১। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষার সনদ বিবেচ্য হবে এবং এফিডেভিট গ্রহণযােগ্য হবে না। প্রার্থী এসএসসি উত্তীর্ণ না হলে জন্ম নিবন্ধন সনদ বয়সের প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে। সকল ক্ষেত্রে ১০-০৮-২০২১ খ্রিঃ তারিখের বয়স বিবেচনা করা হবে।
২। টেশিসের নিয়মিত এবং চুক্তিভিত্তিক নিয়ােজিত কর্মচারী বিভাগীয় প্রার্থী মর্মে বিবেচিত হবেন। ০১ – ০৪ নং ক্রমিকের বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থী এবং ০৫ -১৭ নং ক্রমিকের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৫ (পাঁচ) বছর শিথিলযােগ্য।
৩। সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
৪। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি:
(ক) প্রার্থী http://tss.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরন করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০-০৮-২০২১ খ্রিঃ, সকাল – ১০ টা।
(ii) Online-এ আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৯-০৯-২০২১ খ্রিঃ, বিকাল – ৫ টা।
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ আবেদন ফি জমা দিতে পারবেন।
(খ) Online-এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও আবেদন ফি প্রদান:
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। Applicant’s copy প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant’s কপিতে একটি User ID নম্বর থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid মােবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিবেন:
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ
ক্রমিক ০১ নং থেকে ০৪ নং পদের জন্য আবেদন ফি : ১০০০ (এক হাজার) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২০ (একশত বিশ) টাকা সহ মােট ১,১২০ (এক হাজার একশত বিশ) টাকা (অফেরতযােগ্য);
ক্রমিক ০৫ নং থেকে ০৭ নং পদের জন্য আবেদন ফি : ৮০০ (আটশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৯৬ (ছিয়ানব্বই) টাকা সহ মােট ৮৯৬ (আটশত ছিয়ানব্বই) টাকা (অফেরতযােগ্য);
ক্রমিক ০৮ নং থেকে ১১ নং পদের জন্য আবেদন ফি : ৭০০ (সাতশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৮৪ (চুরাশি) টাকা সহ মােট ৭৮৪ (সাতশত চুরাশি) টাকা (অফেরতযােগ্য);
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) চাকরির আবেদন
এবং ক্রমিক ১২ নং থকে ১৭ নং পদের জন্য আবেদন ফি : ৫০০/-(পাঁচশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬০/-(ষাট) টাকা সহ মােট ৫৬০/(পাঁচশত ষাট) টাকা (অফেরতযােগ্য)।
বিশেষভাবে উল্লেখ্য, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনাে অবস্থাতেই গৃহীত হবেনা।
প্রথম SMS: TSS<space>User ID লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: TSS ABCDEF
Reply: Applicant’s Name, Tk.1,120/896/784/560 will be charged as application fee. Your PIN is 12345678. To pay free type TSS<space>Yes<space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: TSS<space>Yes<space>PIN লিখে send করতে হবে 16222.
Example: TSS Yes 12345678.
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://tss.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও সময় প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণের সময়ে অবশ্যই প্রদর্শন করবেন;
(জ) শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন
(i) User ID জানা থাকলে: TSS<space>Help<space>User ID send to 16222 Example: TSS Help User ABCDEF & send to 16222.
(ii) PIN Number জানা থাকলে:TSS<space>Help<space>PIN<space>PIN NO & send to 16222
Example: TSS Help PIN 12345678 & send to 16222
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) চাকরি
(ঝ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা vas.guery@teletalk.com.bd ই-মেইলে যােগাযােগ করা যাবে। (Mail এর subject-এ Organization Name: TSS, Post Name: *****, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)
(ঞ) অনলাইনে আবেদন এবং আবেদন ফি জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৫। অসম্পূর্ণব্রটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৬। প্রার্থী কোন তথ্য গােপন করলে বা আবেদনে ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদনপত্র/নিয়ােগাদেশ (নিয়ােগপ্রাপ্ত হলে) বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) জব সার্কুলার 2021
৭। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন রকম ভ্রমণ বা দৈনিক ভাতা/টিএ/ডিএ প্রদান করা হবে না।
৮। আবেদনপত্র গ্রহণ/বাতিল, বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি এবং নিয়ােগের বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৯। নিয়ােগপ্রাপ্তির জন্য কোনাে প্রকার তদবির প্রার্থীর অযােগ্যতা বলে বিবেচিত হবে।
১০। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের পরামর্শ দেয়া যাচ্ছে।


