• প্রথম পাতা
  • চাকরির খবর
  • সরকারি চাকরি
  • Job Career
সোমবার, মে ২৩, ২০২২ ৪:৩০ পূর্বাহ্ণ
Cakrir Khobor-চাকরির খবর
No Result
View All Result
  • প্রথম পাতা
  • চাকরির খবর
  • সরকারি চাকরি
  • Job Career
  • প্রথম পাতা
  • চাকরির খবর
  • সরকারি চাকরি
  • Job Career
No Result
View All Result
cakrir-khobor.com
No Result
View All Result
ADVERTISEMENT
Home Uncategorized

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

cakrir-khobor.com by cakrir-khobor.com
শুক্রবার, জুলাই ৯, ২০২১ ১১:৪৬ অপরাহ্ণ
in Uncategorized
Reading Time: 2 mins read
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১:

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১:পুনঃনিয়ােগ বিজ্ঞপ্তি গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এ নিম্নবর্ণিত শূন্যপদে সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তিভিত্তিক নিয়ােগের নিমিত্ত নিম্নলিখিত শর্তাবলি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

  • পদের নাম: কানুনগাে (সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে)
  • পদ সংখ্যা: ০১
  • বেতন-স্কেল: গ্রেড-১০ টাকা ১৬০০০-৩৮৬৪০/- সর্বমােট সম্মানী ভাতা ৬৮,৬৬৯/-
  • শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: কোনাে অনুমােদিত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর ডিগ্রি, কারিগরি শিক্ষাবাের্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং | (সার্ভিয়িং টেকনােলজি) পাস হতে হবে। কানুনগাে হিসেবে অন্যূন ১৫(পনের) বছরের কাজের অভিজ্ঞতা। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে কানুনগাে হিসেবে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে। 
  • পদের নাম: সার্ভেয়ার (সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে)
  • পদ সংখ্যা: ০২
  • বেতন-স্কেল: গ্রেড-১৩ টাকা ১১০০০-২৬৫৯০/-সর্বমােট সম্মানী ভাতা ৫০,২১৪/-
  • শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: কোনাে স্বীকৃত বাের্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনাে স্বীকৃত প্রতিষ্ঠান হতে সার্ভে ইন ডিপ্লোমা পাস।  সার্ভেয়ার হিসেবে অন্যূন ১৫(পনের) বছরের কাজের অভিজ্ঞতা। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে সার্ভেয়ার হিসেবে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে। 
  • পদের নাম: চেইনম্যান (চুক্তিভিত্তিক)
  • পদ সংখ্যা: ০৪
  • বেতন-স্কেল: গ্রেড-১৭ টাকা ৯০০০-২১৮০০/-সাকূল্য বেতন ১৬৫৫০/-
  • শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: কোনাে স্বীকৃত বাের্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনাে স্বীকৃত প্রতিষ্ঠান হতে ০১(এক) বছর মেয়াদী সার্ভে বা আমিনশীপ কোর্সে উত্তীর্ণ। চেইনম্যান হিসেবে অন্যূন ০১(এক) বছরের কাজের অভিজ্ঞতা। পেশাগত ক্ষেত্রে অধিক অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।

অন্যান্য শর্তাবলি: 

READ ALSO

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

১। আগ্রহী চাকুরী প্রার্থীদের নিম্নবর্ণিত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত এক পাতার ফরমে (কম্পিউটার টাইপ করে) আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর মূল কপি ও ৪ (চার) কপি ৫x৫ সে.মি. সাইজের রঙিন ছবি ব্যতীত আর কোনাে কাগজপত্র জমা দিতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষার সময় আবেদন ফরমে বর্ণিত সকল তথ্যের সপক্ষে দলিলাদিমূিল সনদপত্র উপস্থাপন করতে হবে।

২। আবেদনকারীর বয়স:

(ক) ক্রমিক নং ১ ও ২ এ উল্লিখিত পদে ০১-০৩-২০২১ তারিখে সর্বোচ্চ ৬৫ (পঁয়ষট্টি) বছর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য হবে না। 

(খ) ক্রমিক নং ৩ এ উল্লিখিত পদে ০১-০৩-২০২১ তারিখে ন্যূনতম ১৮ (আঠার) বছর এবং সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর এর মধ্যে হতে হবে। তবে, মুক্তিযােদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর। বয়সের ক্ষেত্রে কোনাে এফিডেভিট গ্রহণযােগ্য হবে না। 

৩। আবেদনপত্র আগামী ২৯-০৭-২০২১ তারিখ বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে “উপ-মহাব্যবস্থাপক (নিয়ােগ ও প্রশিক্ষণ), গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল), এফ-১৮/এ (লেভেল-৯), শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, আগারগাঁও, ঢাকা-১২০৭” ঠিকানায় ডাকযােগে পৌছাতে হবে। 

কোনাে অবস্থাতেই সরাসরি আবেদনপত্র গৃহীত হবে না। নির্দিষ্ট সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। 

৪। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরীরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। 

৫। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।। 

৬। প্রাথমিকভাবে নির্বাচনের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান যথাসময়ে অবহিত করা হবে। 

৭। এ নিয়ােগের ক্ষেত্রে সরকারি বিধি মােতাবেক সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। 

৮। খামের উপর প্রার্থীর পদের নাম, নিজ জেলা এবং প্রযােজ্য ক্ষেত্রে কোটার নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।

৯। আবেদনপত্রের সঙ্গে ‘গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড’ এর অনুকূলে ১০০/- (একশত) টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে। 

১০। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সম্প্রতি তােলা ৪ (চার) কপি ৫x৫ সে.মি. সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।

১১। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর পত্র যােগাযােগের ঠিকানা সংবলিত ১০(দশ) টাকার অব্যবহৃত ডাকটিকেটসহ ৯.৫x৪.৫ ইঞ্চি সাইজের একটি খাম সংযুক্ত

করতে হবে। 

১২। অসম্পূর্ণ/ভুল তথ্য সংবলিত/ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 

১৩। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ফরম ব্যতীত আবেদন গ্রহণযােগ্য হবে না। 

১৪। সূত্র নং-২৮.১৪.০০০০.১২৮.১১.০০৩.২১.১৪, তারিখঃ ২৪-০৩-২০২১ মােতাবেক প্রকাশিত নিয়ােগ বিজ্ঞপ্তির বিপরীতে বর্ণিত পদসমূহে ইতঃপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়ােজন নেই।

১৫। কোনাে প্রার্থীর নিয়ােগ লাভের পর তার প্রদত্ত কোনাে তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়ােগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

১৬। ক্রমিক নং ১ ও ২ এ উল্লিখিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়ােগ করা হবে। ক্রমিক নং ৩ এ উল্লিখিত পদে প্রাথমিকভাবে ১ (এক) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়ােগ করা হবে। তবে, সন্তোষজনক চাকুরী সাপেক্ষে চাকুরির মেয়াদ নবায়নযােগ্য। 

১৭। নিয়ােগের বিষয়ে কোনাে প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে। 

১৮। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। 

ADVERTISEMENT

১৯। কোনাে কারণ দর্শানাে ব্যতিরেকে নিয়ােগকারী কর্তৃপক্ষ এ নিয়ােগ বিজ্ঞপ্তি আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হ্রাসবৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে। এ নিয়ােগের ক্ষেত্রে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 

২০। এ নিয়ােগ বিজ্ঞপ্তিটি জিটিসিএল এর ওয়েবসাইট (www.gtcl.org.bd)-এ পাওয়া যাবে।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
cakrir-khobor.com

cakrir-khobor.com

Related Posts

Uncategorized

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

জুলাই ১২, ২০২১
Uncategorized

বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

জুলাই ১০, ২০২১
Uncategorized

ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১-Irb.teletalk.com.bd

জুলাই ৫, ২০২১
Uncategorized

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

জুলাই ৩, ২০২১

POPULAR NEWS

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022

মার্চ ২৪, ২০২২

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ৭১৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ

জানুয়ারি ২৭, ২০২২

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় ৫৭৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ

জানুয়ারি ১০, ২০২২

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

মার্চ ২২, ২০২২

সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

মার্চ ২৪, ২০২২

EDITOR'S PICK

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

মার্চ ২৪, ২০২২

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৪-ঢাকার অধীন একাধিক পদে ৫৩ জনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ

মার্চ ৫, ২০২২

সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

মার্চ ২৫, ২০২২

ঢাকা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

সেপ্টেম্বর ১৭, ২০২১
cakrir khobor-চাকরির খবর, সাপ্তাহিক চাকরির খবর, chakrir, দৈনিক, সাপ্তাহিক চাকরির খবরে থাকছে, সরকারি, ব্যাংক ও বে-সরকারির পত্রিকার নিয়োগ সার্কুলার সহ নতুন সকল চাকরির সংবাদ cakrir-khobor.com এ পাবেন।

Follow us

Categories

  • BD Govt Jobs
  • Government Jobs circular
  • Job Career
  • Lifestyle
  • Uncategorized
  • চাকরির খবর
  • সরকারি চাকরি

Recent Posts

  • গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022 (পদ-৪৪৯)
  • জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ
  • মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি-MOWCA Job Circular 2022
  • পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
  • প্রথম পাতা
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • DMCA
  • Terms and Conditions
  • Privacy Policy

© 2022 cakrir-khobor.com

No Result
View All Result
  • প্রথম পাতা
  • চাকরির খবর
  • সরকারি চাকরি
  • Job Career

© 2022 cakrir-khobor.com